The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা শুক্রবার, ২২ অক্টোবর ২০২১

বিজয়নগরে যুবকের লাশ উদ্ধার

বিজয়নগরে যুবকের লাশ উদ্ধার
ছবি: টিবিটি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কামাল মিয়া (৩৮) নামে এক যু্কের লাশ  উদ্ধার করা হয়েছে। 

আজ ( ১৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার  সকাল ১১ টায়  চম্পকনগর ইউনয়নের চম্পকনগর বাজার কবির এন্টারপ্রাইজের বিল্ডিংয়ের ছাদ থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কামাল মিয়া  চম্পকনগর ইউনিয়নে  রামচন্দ্রপুর গ্রামের ফয়েজ মিয়ার ছেলে।  

জানা যায়,  সকালে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে। বিল্ডিংয়ের ছাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে বলে পুলিশ প্রাথমিক ধারণা করছে। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সে মাদক ও চোরি কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। গত রাতে কবির এন্টারপ্রাইজে চুরি করতে গিয়ে  বিল্ডিংয়ের ছাদে বিদ্যুতপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মির্জা মোঃ হাছান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনারস্থল থেকে নিহতর  লাশ উদ্ধার করে। তবে তার বিরুদ্ধে থানায় মাদকের মামলা রয়েছে।  লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলায় প্রস্তুতি চলছে বলে জানিয়ে পুলিশ। 


আরও পড়ুন