The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১

করোনা ও উপসর্গে বরিশালে আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৭৩৮

করোনা ও উপসর্গে বরিশালে আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৭৩৮
ফাইল ছবি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪ জন করোনায় আক্রান্ত ছিলেন এবং ৮ জন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার (৩০ জুলাই) হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সময়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে আটজন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে।

এছাড়া বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে গেল ২৪ ঘণ্টায় গোটা বরিশাল বিভাগে করোনায় ষোলজনের মৃত্যু হয়েছে। করেনায় মৃতদের মধ্যে পটুয়াখালীর পাঁচজন, পিরোজপুরের দুই এবং বরগুনার একজন রয়েছেন।

এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪৬১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৭৩৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৮২২ জনে।

এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮৫৮ জন।


সর্বশেষ