The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা সোমবার, ১৮ অক্টোবর ২০২১

ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন-এর মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন-এর মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

আজ ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন ছিলেন পদার্থ বিজ্ঞানের একজন গবেষক ও শিক্ষক। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। অসুস্থতার মধ্যেও তিনি গবেষণা ও শিক্ষকতা পেশায় ফেরার চেষ্টা করেছেন। 

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন আজ ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। 
 


আরও পড়ুন