The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা সোমবার, ২৫ অক্টোবর ২০২১

আসছে তাপসীর ‘রেশমি রকেট’

আসছে তাপসীর ‘রেশমি রকেট’
দুপাশের ছবিতে ‘রেশমি রকেট’ সিনেমার প্রস্তুতিকালে তাপসী পান্নু। মাঝে সিনেমার পোস্টার। ছবি: ইনস্টাগ্রাম

গেল বছর থেকেই আলোচনায় ছিল তাপসী পান্নু অভিনীত আসন্ন ছবি ‘রেশমি রকেট’। অবশেষে মুক্তি পাচ্ছে ছবিটি। তবে সেটি বড়পর্দায় নয় বরং ওটিটি প্লাটফর্মে।

আসছে ১৫ অক্টোবর জি ফাইভে মুক্তি পেতে যাচ্ছে ‘রেশমি রকেট’। সোমবার (২০ সেপ্টেম্বর) নিজের টুইটার হ্যান্ডেল থেকে এমনটাই ঘোষণা দিয়েছেন তাপসী।

বহুল আলোচিত তাপসীর এই স্পোর্টস ড্রামানির্ভর সিনেমাটি মুক্তি পাওয়া নিয়ে জল্পনা চলছে অনেক দিন ধরেই।

ভারতের গুজরাটের ছোট্ট এক শহরাঞ্চল থেকে উঠে আসা রেশমি নামের এক দৌড়বিদের আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পাওয়ার যে যাত্রা, সেই গল্পই দেখা যাবে এই সিনেমায়।

আকর্ষ খুরানা পরিচালিত এই সিনেমাটির জন্য নিজেকে নিংড়ে দিয়েছেন তাপসী। রেশমি রকেট-এর জন্য তার শারীরিক পরিবর্তনের ছবি দেখে অবাক নেটিজেনরা।


আরও পড়ুন