The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা সোমবার, ১৮ অক্টোবর ২০২১

বাস চাপায় প্রাণ গেল ২ বাইক আরোহীর

বাস চাপায় প্রাণ গেল ২ বাইক আরোহীর

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে নওগাঁ থেকে ঢাকাগামী বিআর সুপার বাসের নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। 

নিহত আবদুল্লাহ আল মুকিম (৩০) চট্টগ্রামের এবং মেহেদী হাসান গালিব (২৮) পাবনা জেলা সদরের বাসিন্দা।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, বেপরোয়াভাবে বাসটি ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পাবনাগামী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী আবদুল্লাহ আল মুকিম ঘটনাস্থলে মারা যান। মেহেদী হাসান গালিবের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। 

তিনি আরও জানান, বাসটিসহ লাশ দু'টি পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের নাম ও পরিচয়সহ বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। বাসের চালক-হেলপার পালিয়েছে।


আরও পড়ুন