The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা সোমবার, ২৫ অক্টোবর ২০২১

জুনিয়র এনটিআরের অতিথি প্রভাস

জুনিয়র এনটিআরের অতিথি প্রভাস
ছবি: সংগৃহীত

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। ‘ইএমকে— ইভারু মেলো কোটেস্বরুলু’ শোয়ের মাধ্যমে আবারো টিভি পর্দায় ফিরেছেন তিনি। এই শোয়ে অতিথি হিসেবে হাজির হবেন ‘ইয়ং রেবেল’ প্রভাস।

জুনিয়র এনটিআর ও প্রভাসের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব। ইতোমধ্যে ‘সাহো’ অভিনেতাকে অনুষ্ঠানে আসার অনুরোধ জানিয়েছেন নির্মাতারা। এই অভিনেতাও তাতে সাড়া দিয়েছেন। খুব শিগগির অনুষ্ঠানের হট সিটে দেখা যাবে প্রভাসকে।

গত আগস্টে শুরু হয় ‘ইএমকে— ইভারু মেলো কোটেস্বরুলু’। এই শোয়ের প্রথম অতিথি ছিলেন জনপ্রিয় অভিনেতা রাম চরণ। দর্শকের মাঝে সেই পর্বটি বেশ সাড়া ফেলে। শো থেকে ২৫ লাখ রুপি জেতেন তিনি। সবই চিরঞ্জীবী চ্যারিটেবল ট্রাস্টে দান করেন।

এছাড়া এই শোয়ে অংশ নিয়েছেন ‘প্রিন্স অব টলিউড’ হিসেবে পরিচিত তারকা মহেশ বাবু। তিনিও ২৫ লাখ রুপি জেতেন এবং পুরোটাই দান করে দেন। যদিও পর্বটি এখনো প্রচার হয়নি। দশেরা উপলক্ষে বিশেষ এই পর্বটি প্রচার হবে বলে জানা গেছে।


আরও পড়ুন