The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১

দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে

বঙ্গবন্ধু সেতু সড়কে ট্রাক ও যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষ

বঙ্গবন্ধু সেতু সড়কে ট্রাক ও যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষ
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সড়কের বাবলা নামক স্থানে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে  তিন জন নিহত ও  দুই জন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি (তদন্ত) মোঃ শাহিদুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে জামালপুর গামী একটি যাত্রীবাহী কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বাবলা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন বাসযাত্রী নিহত হয়। এ সময় আরো ৪জন যাত্রী  আহত হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরো  দুইজনের মৃত্যু হয়।


আরও পড়ুন