The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১

ভারতের জনসংখ্যা ৪০০ কোটি!

ভারতের জনসংখ্যা ৪০০ কোটি!

এর আগেও বেফাঁস মন্তব্য করেছেন। এজন্য একাধিকবার ‘ট্রোলড’ হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতকে খোঁচা দিতে গিয়ে আবারও একই কাণ্ড ঘটালেন তিনি। একটি বক্তৃতার সময় ইমরান বলেন, ভারতের জনসংখ্যা ‘১ বিলিয়ন ৩০০ কোটি’। ইমরানের ভাষণের ওই ভিডিও সামনে আসতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। খবর আনন্দবাজারের।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের হার নিয়ে কথা বলছিলেন ইমরান। সেই প্রসঙ্গে তিনি বলেন, নিউজিল্যান্ড ৪০-৫০ লাখ জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও ১ বিলিয়ন ৩০০ কোটি জনসংখ্যার দেশ ভারতকে হারিয়ে দিয়েছে। প্রসঙ্গত, ভারতের বর্তমান জনসংখ্যা ১.৩ বিলিয়ন বা ১৩০ কোটির মতো।

এর আগে চলতি বছরের জুন মাসে পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে ওসামা বিন লাদেনকে ‘শহিদ’ বর্ণনা দিয়ে সমালোচনার জন্ম দিয়েছিলেন ইমরান। কিছুদিন আগে উজবেকিস্তানের একটি সভায় গিয়ে ইমরান বলেছিলেন, উজবেকিস্তানের ইতিহাস নিয়ে উজবেকদের চেয়েও বেশি জানি আমি। এই মন্তব্যের জন্যও ব্যাপক ট্রোলড হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।


সর্বশেষ