The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১

করোনা ও উপসর্গে বিভিন্ন জেলায় মৃত্যু ১৫০ জন

করোনা ও উপসর্গে বিভিন্ন জেলায় মৃত্যু ১৫০ জন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় ১৫০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট)  জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এ বিভাগে ৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে এ বিভাগে নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ৮১৭ জন।

২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া যশোরে ছয় জন, খুলনা ও মেহেরপুরে চারজন করে, মাগুরা ও ঝিনাইদহে তিনজন করে, সাতক্ষীরায় ১১ জন, বাগেরহাট ও নড়াইলে দুই জন করে এবং চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন।

মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণের জেলা বরিশাল বিভাগ। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৫৮ জন।

এরপরই রয়েছে- ময়মনসিংহ ২১ জন, রাজশাহীতে ১৭ জন, বগুড়ায় ১১ জন, দিনাজপুরে ৭ জন, যশোর ৭ জন এবং চট্টগ্রামে ৯ জন।

এদিকে গতকাল বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ২৪১ জনের মৃত্যুর খবর জানানো হয়। একই সময়ে করোনায় নতুন শনাক্তের সংখ্যা ছিল ১৩ হাজার ৮১৭ জন।


সর্বশেষ