The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১

আক্রমণে ধার বাড়াতে দিয়াসকে চায় বার্সা

আক্রমণে ধার বাড়াতে দিয়াসকে চায় বার্সা
ছবি: সংগৃহীত

সময়ের সবচেয়ে বাজে সময় পার করছে স্পেনের কাতালুনিয়া জায়ান্ট বার্সেলোনা। ক্লাবের সাংগঠনিক অবস্থা কিংবা মাঠের পারফরম্যান্স- কোনো জায়গাতেই চেনা ছন্দে নেই কাতালানরা। এমতাবস্থায় কলম্বিয়ার তারকা ফুটবলার লুইজ দিয়াসকে নিজেদের করে পেতে চায় তারা। এমনটাই জানিয়েছে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল ন্যাসিওনাল।

বর্তমানে পর্তুগিজ লিগের ক্লাব এফসি পোর্তোর হয়ে খেলছেন দিয়াস। বোকা জুনিয়র্স থেকে ২০১৯ সালে পর্তুগালের ক্লাবটিতে যোগ দেন ২৪ বছর বয়সী এই উইঙ্গার। চলতি মৌসুমে ছয়টি লিগ ম্যাচে পাঁচবার জালের দেখা পেয়েছেন দিয়াস।

আর্থিক সঙ্কটে পড়ে চলতি মৌসুমের শুরুতে মেসিকে হারিয়েছে বার্সা। ক্লাব ছেড়েছেন অ্যান্টনি গ্রিজম্যান, এমারসন রয়েল, ইরাইশ মোরিবাসহ দশ জনেরও বেশি ফুটবলার। এর প্রভাব মাঠের খেলায় ভালোভাবেই টের পাচ্ছে লা লিগা জায়ান্টরা।

তারকাদের হারানোর পাশাপাশি এবারের মৌসুমে বেশ কয়েকজন সম্ভাবনাময় ফুটবলারকে দলে ভিড়িয়েছে বার্সা। এই তালিকায় আছেন মেম্ফিস ডিপেই, এরিক গার্সিয়া, সার্জিও আগুয়েরো, লুক ডি ইয়ং।