The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১

চাটমোহর হান্ডিয়ালে হেরোইন সহ ১ মাদক ব্যবসায়ী আটক

চাটমোহর হান্ডিয়ালে হেরোইন সহ ১ মাদক ব্যবসায়ী আটক

রফিকুল ইসলাম রনি, চাটমোহর (পাবনা) প্রতিনিধি: চাটমোহর থানার হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্র হেরোইন সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। 

জানা যায়, শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫.৩০ সময়ে গোপন সংবাদের ভিত্তিতে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস এম নূরুজ্জামান সহ এস আই শাহিন আলী, এ এস আই আমিনুর রহমান, এ এস আই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হান্ডিয়াল বাজারে মাদক ব্যবসায়ীর নিজ চা স্টল থেকে হান্ডিয়াল পাটিয়াতা গ্রামের সামাদ আকন্দের ছেলে সাইদুল ইমলাম (৩৯) কে ১৪ পিচ হেরোইন সহ গ্রেফতার করেছে। ওই সময় তার দেহ ও চা স্টল তল্লাশী করে ১৪ পিচ হেরোইন উদ্ধার করে। 

হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস এম নূরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামি সাইদুল কে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরনরে জন্য চাটমোহর থানা বরাবর প্রেনে করা হয়েছে। 


সর্বশেষ

আরও পড়ুন