The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১

আশাশুনিতে টিকা মওজুদ শেষ টিকা কার্যক্রম স্থগিত

আশাশুনিতে টিকা মওজুদ শেষ টিকা কার্যক্রম স্থগিত

জি এম মুজিবুর রহমান,  আশাশুনি সংবাদদাতা: কোভিড-১৯ ভ্যাকসিন এর সরবরাহ শেষ হয়ে যাওয়ায় আশাশুনিতে টিকাদান কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।  

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার সকল ইউনিয়নের টিকা পেতে রেজিষ্ট্রেশনকারীদের টিকা প্রদান করা হচ্ছিল।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য কমপ্লেক্সের টিকার সরবরাহ শেষ হয়ে যাওয়ায় শনিবার থেকে ১ম ও ২য় ডোজ টিকা দান কার্যক্রম আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব ফেসবুক আইডিতে টিকা কার্যক্রম স্থগিত করার ঘোষণা প্রচার করেছেন। সাথে সাথে টিকা প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে পুনরায় টিকা প্রদানের তারিখ জানানো হবে বলে জানানো হয়েছে। 


আরও পড়ুন