The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা সোমবার, ২৫ অক্টোবর ২০২১

আমাদের জীবনে কারও দখলদারি নেই, আমরা সুখে আছি : সালমান খান

আমাদের জীবনে কারও দখলদারি নেই, আমরা সুখে আছি : সালমান খান
ফাইল-ছবি

বলিউড ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান ‘নতুন সিনেমা ‘টাইগার থ্রি’র শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। রাশিয়ায় শুটিং শেষে বর্তমানে তিনি ইউনিট নিয়ে অবস্থান করছেন অস্ট্রিয়াতে।

গত শুক্রবার ছিল বিগ বস ১৫’–এর উদ্বোধনী অনুষ্ঠান। এতে সরাসরি হাজির থাকতে পারেননি সালমান খান। তবে অস্ট্রিয়া থেকে এই অনুষ্ঠানে যোগ দেন ভার্চুয়ালি। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলেও কালারস চ্যানেলে ২ অক্টোবর থেকে শুরু হবে রিয়েলিটি শো ‘বিগ বস’।

সালমান ‘বিগ বস’–এর সঙ্গে তার কী মিল আছে,  তা নিয়ে মজার ছলে বলেছেন,  ‌‘বিগ বস’ আর আমার মধ্যে মিল হলো যে, আমরা দুজনই অবিবাহিত। আর তাই আমরা দুজনই ‘বস’। আমরা কাউকে ভয় পাই না। আমাদের জীবনে কারও দখলদারি নেই। আমরা সুখে আছি।’

৫৫ বছর বয়সী সালমান খান আদৌ বিয়ে করবেন কি না, তা নিয়ে তার ভক্তদের জল্পনাকল্পনা থাকলে তিনি জানালেন, বিয়ে না করে দিব্যি সুখে আছেন। 

 


আরও পড়ুন