The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১

করোনাঃ গত ২৪ ঘণ্টায় রংপুরে আরো ১৮ জনের মৃত্যু

করোনাঃ গত ২৪ ঘণ্টায় রংপুরে আরো ১৮ জনের মৃত্যু
ফাইল-ছবি

রংপুর বিভাগে করোনার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯৬ জনে। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৬ জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১৮ জন। এসময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০২ জন। আক্রান্তের হার ৩০ দশমিক ৪৪ ভাগ। 

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত বিভাগের ৬ জেলায় মারা গেছেন ১৮ জন। এদের মধ্যে রংপুরে ৭, দিনাজপুর ৪, ঠাকুরগাওয়ে ৩ জন করে, পঞ্চগড়ে ২ এবং লালমনিরহাট ও গাইবান্ধায় ১ জন করে।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৪৯ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৫০২ জন। এই সময়ে শনাক্তের ৩০ দশমিক ৪৪ ভাগ। বুধবার এই হার ছিল ৩২ দশমিক ৭ ভাগ। আক্রান্তদের মধ্যে রংপুরে ৩৮০ জনের মধ্যে ১৩৯ জন; পঞ্চগড়ে ১২৮ জনের মধ্যে ৪৭; নীলফামারীতে ২২১ জনের মধ্যে ৪৪; লালমনিরহাটে ৭৯ জনের মধ্যে ২১; কুড়িগ্রামে ১৭৮ জনের মধ্যে ৬৫ ; ঠাঁকুরগাওয়ে ২১৬ জনের মধ্যে ৭৪; দিনাজপুরে ৩০২ জনের মধ্যে ৭২ এবং গাইবান্ধায় ১৪৫ জনের মধ্যে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছেন।

 


আরও পড়ুন