The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রতিকী ছবি

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা): আশাশুনি উপজেলার খাজরায় ট্রাকের ধ্ক্কাায় এক এনজিও কর্মী নিহত ও নিহতের ভাই গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কাদাকাটি টু প্রতাপনগর সড়কে গদাইপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানাগেছে, আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা গ্রামের সুজন ইসলামের পুত্র রিপন হোসেন তার আপন বোন রেবা খাতুনকে (২০) মোটর সাইকেলে নিয়ে বাড়ি থেকে গোয়ালডাঙ্গা বাজারে এনজিও অফিসে আসতেছিলেন। গদাইপুর এনামুল ইসলামের বাড়ির কাছে পৌছলে সামনের দিক থেকে আসা বালি ভর্তি ট্রাক (সাতক্ষীরা-ট-১১-০২৩২) ঘটনাস্থলে পৌছলে মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগে। এসময় মোটর সাইকেল যাত্রী রেবার মাথায় ট্রাকের ধাক্কা লাগলে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই তিনি মারা যান। মোটর সাইকেল চালক নিহতের ভাই রিপনও গুরুতর আহত হন। স্থানীয় জনতা ট্রাক চালককে আটক করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক চালক সাতক্ষীরা সদরের বাঁকাল গ্রামের সিরাজুল ইসলামের পুত্র বাবু সরদারকে আটক এবং ট্রাকটি থানা হেফাজতে নিয়েছেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 


আরও পড়ুন