The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১

পিরোজপুরে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

পিরোজপুরে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত
ছবি: টিবিটি

মজিবর রহমান, পিরোজপুর প্রতিনিধি:  জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ অাগষ্ট) সকালে জেলা প্রশাসনের অায়োজনে এ উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়।  

জেলা প্রশাসক কার্যালয়ের সাইফ-মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) চৌধুরী রওশন ইসলাম এর সভাপতিত্বে জুম প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন, মৎস ও পশু সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ. ম. রেজাউল করিম এম.পি ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান (পিপিএম-সেবা),  অন্যানোর মধ্যে বক্তব্য দেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এম. এ. হাকিম হাওলাদার, পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক প্রমুখ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন  জেলা সিভিল সার্জন ডা. মোঃ হাসনাত ইউসুফ জাকি, সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ এ. কে. এম. আলী আজম, পিরোজপুরের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক সামাজিক সংগঠনের  নেতৃবৃন্দ,  জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 


সর্বশেষ

আরও পড়ুন