The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১

হাতীবান্ধায় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে থানায় পরকীয়া অভিযোগ

হাতীবান্ধায় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে থানায় পরকীয়া অভিযোগ

হাসান মাহমুদ হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় জাহিদুল হোসেন দুলু নামে এক কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ গেছে।

এ ঘটনায় গত বুধবার (২৮ জুলাই) অসহায় স্বামী রাশেদ মেনন বিদুত এর প্রতিকার চেয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত জাহিদুল হোসেন দুলু উপজেলার বড়খাতা এলাকার নাজির হোসেনের ছেলে। এ ছাড়া তিনি বড়খাতা টেকনিক্যাল এন্ড বি,এম কলেজের অধ্যক্ষ। 

জানাগেছে, ২০০৮ সালে মরিয়ম আক্তার লাকির সাথে বিয়ে হয় রাশেদ মেনন বিদুতের। বর্তমানে তাদের তিনটি কন্যা সন্তান রয়েছে। সংসার চালাতে হিমশিম খাওয়ায় বিদুত নিজ এলাকার বাহিরে কাজ করতেন। এ সুযোগ কাজে লাগিয়ে জাহিদুল হোসেন দুলু ও মরিয়ম আক্তার লাকির পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এমন অবস্থায় গত ২৫ জুলাই বিদুত বাড়িতে না থাকায় দুলু লাকির সাথে দেখা করতে যায়। স্থানীয়রা বিষয়টি বুঝতে পারলে দুলু বিদুতের বাড়ি থেকে ছটকে পরেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা হয়। 

এ বিষয়ে ভুক্তভোগী অসহায় স্বামী রাশেদ মেনন বিদুত বলেন, আমার সবকিছু শেষ। জাহিদ হোসেন দুলুর সাথে আমার স্ত্রী লাকির পরকিয়া প্রেমের সম্পর্ক। বিষয়টি এলাকার সকল মানুষ জানে। তাই এর প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করেছি। আমি এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে বড়খাতা টেকনিক্যাল এন্ড বি,এম কলেজের অধ্যক্ষ জাহিদুল হোসেন দুলু বলেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিলো আমি তা মিমাংসা করে দেই। সেই সুবাদে লাকির সাথে ফোনে কথা বলতাম আর কিছুনা।

এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ- পরিদর্শক (এসআই) ইব্রাহিম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে।