The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১

রাজবাড়ীতে পদ্মায় দফায় দফায় ভাঙন, হুমকিতে দৌলতদিয়ার শত শত বসত বাড়ি

রাজবাড়ীতে পদ্মায় দফায় দফায় ভাঙন, হুমকিতে দৌলতদিয়ার শত শত বসত বাড়ি

এম,মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ও বরাট ইউনিয়নের গোদারবাজার অংশে কংক্রিট দিয়ে নির্মিত সিসি ব্লকের ১৫০ মিটার অংশে ব্যাপক ভাঙনের পর শুক্রবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফেরিঘাট এলাকায় দ্বিতীয় দফায় ভাঙন শুরু হয়েছে। ভাঙনে নদী তীরবর্তী প্রায় ৩০মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মধ্যে রয়েছে শত শত বসতবাড়ী। ভাঙন আতঙ্কে নদীপার থেকে অন্যত্র সরিয়ে নিচ্ছে তাদের ঘরবাড়ী।

ভাঙন প্রতিরোধে অনেক আকুতি, মানববন্ধন, স্মারকলিপি সহ নানা কর্মসূচী পালন করা হলেও কার্যত ভাঙন রোধে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ। রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন বলেন, পদ্মার ভাঙন রোধে সরকার কাজ করে যাচ্ছে। নতুন করে যে ভাঙন শুরু হয়েছে সেই ব্যাপারে খোঁজ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হবে।

পদ্মা নদী ভাঙন রক্ষার কাজ শেষ হতে না হতেই রাজবাড়ীতে ৩শ’৭৬ কোটি টাকার প্রকল্পে গত ২দিনে কয়েক দফা ভাঙনে প্রায় আড়াই শত মিটার এলাকার সিসি ব্লক ধ্বসে গিয়ে ব্যপক ভাঙ্গন  দেখা দিয়েছে।

এতে শহর রক্ষা বাঁধটি এখন হুমকির মুখে রয়েছে এবং বাধের ভিতরের হাজার হাজার বসত বাড়ি। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে ত্রুটিপূর্ণ নকশার কারণে এমন ঘটনা ঘটছে। তবে আর যাতে ভাঙন না হয় সে বিষয়ে দ্রুত বালু ভর্তি দুই হাজার জিও ব্যগ ফেরার কাজ চলছে। অন্যদিকে স্থানীয়দের দাবি নিম্নমানের কাজ হওয়াতে বার বার ভাঙছে।

গত মঙ্গলবার থেকে  রাজবাড়ী গোদারবাজার এলাকার এনজিএল ইট ভাটার কাছে প্রায় ১০০ মিটার বাঁধ ধসে যায়।  স্থানীয়রা জনায়, মঙ্গলবার রাতে ওই এলাকার প্রায় ১৫০ মিটার এলাকা জুড়ে ঘূর্নায়মান স্রোতে ব্লকসহ নদীতে বিলিন হয়ে যায়।
ফলে রাজবাড়ী  রাজবাড়ী শহর রক্ষা বাঁধ ও ভাঙ্গন ঠেকাতে ২০১৮সালে সাড়ে চার কিলোমিটারে ৩৭৬ কোটি টাকা ব্যয় কাজ গত মে মাসে শেষ হয়।