The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা সোমবার, ২৫ অক্টোবর ২০২১

আসছে সালমান খানের 'অন্তিম'

আসছে সালমান খানের 'অন্তিম'
ছবি: সংগৃহীত

অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। এবার আসছে সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘অন্তিম’। বলিউড সুপারস্টার নিজেই ভক্তদের এই সুখবর দিলেন।

গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) সালমান খান ফ্লিমসের টুইটারে বলা হয়, ‘অন্তিম’র জন্য অপেক্ষা খতম। ২৬ নভেম্বর বিশ্বব্যাপী সিনেমা হলে মুক্তি পাচ্ছে এটি।

এদিকে ‘অন্তিম’র ছবির পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ইস্টাগ্রামে শেয়ার করেছেন বলিউড সুপারস্টার।

জানা গেছে, এই ছবিতে ধনঞ্জয় নামের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন আয়ুশ শর্মা। আর সালমান খানের চরিত্রের নাম সুরজিৎ সিং গিল। ধনঞ্জয়ের গ্যাংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তিনি। এছাড়া আরও দেখা যেতে পারে নিকিতিন ধীর এবং হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মহিমা মাকওয়ানাকে।

ছবিটি উপস্থাপন করেছে সালমান খান ফ্লিমস। আর প্রযোজক সালমান খান নিজেই। পরিচালনা করেছেন মহেশ মঞ্জরেকার। 


আরও পড়ুন