The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা সোমবার, ২৫ অক্টোবর ২০২১

মতিঝিলে এনসিটিবি ভবনে আগুন

মতিঝিলে এনসিটিবি ভবনে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ১২ তলা ভবনের ছয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
 

তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়।

 খালেদা ইয়াসমিন বলেন, এনসিটিবি ভবনের ১২ তলার ছয় তলায় আগুন লাগে।
 
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানা গেছে, এসি বিস্ফোরণ হয়ে এ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তাৎক্ষণিভাবে জানা যায়নি।