The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা বুধবার, ২০ অক্টোবর ২০২১

যুক্তরাষ্ট্রের ডাকঘরে গুলি, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ডাকঘরে গুলি, নিহত ৩

একটি ডাকঘরে গুলির ঘটনায় যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের  তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার মেমফিসে ইস্ট লামার ক্যারিয়ার অ্যানেক্সে ডাক বিভাগের এক কর্মীর গুলিতে তার দুই সহকর্মী নিহত হয়। ঘটনাস্থলে হামলাকারীরও লাশ পাওয়া গেছে। তিনি নিজেই নিজের ওপর গুলি চালিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

নিহত তিনজনই ডাক বিভাগের কর্মী বলে নিশ্চিত করেছেন পোস্টাল ইন্সপেক্টর সুসান লিঙ্ক। খবর বার্তা সংস্থা এপির।

‘এফবিআই ঘটনাস্থলে কাজ করছে, নিহত তিন কর্মীর মধ্যে যে হামলাকারীও আছে তা নিশ্চিত,’ সংবাদ সম্মেলনে এফবিআইয়ের মেমফিস ফিল্ড অফিসের মুখপাত্র লিসা-অ্যান কাল্প এমনটাই বলেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

এ ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন লিসা-অ্যান কাল্প। এ হামলার বিস্তারিত তথ্য প্রদানে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।