The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১

ঝিকরগাছায় অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় বাছাই শুরু

ঝিকরগাছায় অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় বাছাই শুরু

রেজওয়ান বাপ্পি, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় অনূর্ধ্ব-১৫ ফুটবল খোলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) স্থানীয় বিএম হাইস্কুল মাঠে এর উদ্বোধন করেন ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি ও পৌরমেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল।

ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক, অ্যাডভোকেট আব্দুল কাদের, রেজাউল করিম, ঝিকরগাছা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাপ্পী।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষক মুন্না ও ফিরোজ জামান তুলি, সাংবাদিক মাসুদুর রহমান মাসুদ, হান্নান হোসেন প্রমুখ। ধারাভাষ্যকারে ছিলেন আবু রায়হান রাজ।

যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্দেশনা অনুযায়ী ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে সাত দিনব্যাপী বাছাই পর্ব চলবে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত। এ উপজেলা থেকে মোট ২৫ ছেলে-মেয়ে খেলোয়াড়কে বাছাই করা হবে। যারা জেলা পর্যায়ে খেলার সুযোগ পাবে।