The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১

এই প্রথম ছেলেকে দেখতে কারাগারে শাহরুখ (ভিডিও)

এই প্রথম ছেলেকে দেখতে কারাগারে শাহরুখ (ভিডিও)
ছবি: সংগৃহীত

বুধবারও শাহরুখপুত্রের জামিন নামঞ্জুর করেছেন মুম্বাইয়ের বিশেষ আদালত। ফলে আরও কয়েক দিন বাড়লো বন্দিদশা আরিয়ান খানের। জামিন না পাওয়ায় আপাতত তাকে থাকতে হচ্ছে জেল হেফাজতেই। এবার আজই প্রথমবার ছেলেকে দেখতে কারাগারে গেলেন শাহরুখ খান।

আজ বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে আরিয়ানকে দেখতে যান শাহরুখ বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এসময় তার সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল। কারাগারের ভেতর প্রায় ১৫ মিনিট ছিলেন অভিনেতা। তবে বাবা-ছেলের কি কথা হয়েছে তা জানা যায়নি।

ভিডি েদেখতে এখানে ক্লিক করুন

এদিকে, এবার আরিয়ানের জামিনের আবেদন করতে মুম্বাই হাইকোর্টে যাচ্ছে তার পরিবার। ইতোমধ্যেই হাইকোর্টে আরিয়ানের জামিনের আবেদন করতে সকল প্রস্তুতি নিয়েছে তার পরিবার ও আইনজীবীরা বলে জানা গেছে। 

সেশন কোর্টে আরিয়ানের হয়ে কোর্টে শুনানি করেন সিনিয়র আইনজীবী অমিত দেশাই এবং সতীশ মানশিন্ডে। কিন্তু এনসিবির যুক্তির কাছে আরও একবার পরাস্ত হন তারা। তাই আপাতত আগামী কয়েকদিন জেলেই কাটবে আরিয়ানের।