The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১

সাম্প্রদায়িক হামলা ও ধর্মীয় সহিংসতার প্রতিবাদে মাভাবিপ্রবিতে মানববন্ধন

সাম্প্রদায়িক হামলা ও ধর্মীয় সহিংসতার প্রতিবাদে মাভাবিপ্রবিতে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের উপর সাম্প্রদায়িক হামলা, ধর্মীয় সহিংসতার প্রতিবাদ ও জড়িতদের কঠোর শাস্তির দাবিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠন। 

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মুর‌্যালের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধন কর্মসূচিতে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শাকিল মাহমুদ শাওন, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল, ছাত্রলীগ নেতা মানিক শীল, ধ্রুবতারা, মাভাবিপ্রবি সাহিত্য সংসদ, প্রথম আলো-বন্ধুসভা, নৃত্যধারা, বাধন, মাভাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি, সিআরসি, ক্যারিয়ার ক্লাব, ফিজিক্স ক্যারিয়ার এন্ড রিসার্চ ক্লাব, সিডিসি, মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি এর সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।


আরও পড়ুন