The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১

চিলমারীতে জেলের জালে ধরা পড়ল সাড়ে ১৫ কেজির বোয়াল মাছ

চিলমারীতে জেলের জালে ধরা পড়ল সাড়ে ১৫ কেজির বোয়াল মাছ
ছবি: প্রতিনিধি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ। মাছটি বিক্রি হয়েছে ১৮ হাজার ৬০০ টাকায়।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার পুটিমারী কাজলডাঙ্গা এলাকায় ব্রহ্মপুত্র নদে খিরুরাম দাসের জালে বোয়াল মাছটি ধরা পড়ে। পরে তিনি স্থানীয় মাছ ব্যবসায়ী ধনেশ্বরের কাছে তা বিক্রি করেন।

জানা গেছে, খিরুরাম দাস থানাহাট ইউনিয়নের পুটিমারী কাজলডাঙ্গা এলাকায় ব্রহ্মপুত্র নদে বৃহষ্পতিবার ভোরে বড় মাছে আশায় জাল ফেলেন। ভোরের দিকে তার জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি ধনেশ^রের কাছে মাছটি বিক্রি করেন। 

মাছ ব্যবসায়ী ধনেশ্বর বলেন, মাছটি তিনি ১২’শ টাকা কেজি দরে থানাহাট বাজারে নিয়ে এসে বিক্রি করেছেন।

উপজেলা মৎস অফিসার মোঃ নুরুজ্জামান খান বলেন, ব্রহ্মপুত্র নদে মাঝে মধ্যে এরকম বড় মাছ ধরা পড়ে। এটি স্থানীয় জেলে এবং ক্রেতাদের জন্য খুশির খবর।


আরও পড়ুন