The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১

আই অ্যাম সরি : শাহরুখকে আরিয়ান

আই অ্যাম সরি : শাহরুখকে আরিয়ান
ছবিঃ সংগৃহীত

বুধবারও শাহরুখপুত্রের জামিন নামঞ্জুর করেছেন মুম্বাইয়ের বিশেষ আদালত। ফলে আরও কয়েক দিন বাড়লো বন্দিদশা আরিয়ান খানের। জামিন না পাওয়ায় আপাতত তাকে থাকতে হচ্ছে জেল হেফাজতেই। এবার আজই প্রথমবার ছেলেকে দেখতে কারাগারে গেলেন শাহরুখ খান।

আজ বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে আরিয়ানকে দেখতে যান শাহরুখ। এসময় তার সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল। কারাগারের ভেতর প্রায় ১৫ মিনিট ছিলেন অভিনেতা। 

কারাগার ফটকে শাহরুখ আর আরিয়ান দু’জনই একে অপরকে দেখে ভেঙে পড়েন। ছেলের সাথে কথা বলার সময় এ বলিউড তারকা মাঝে মাঝে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। আরিয়ান বাবাকে বেশ কয়েকবার ‘আই অ্যাম সরি’ বলেন। জবাবে কিং খান বলেন, ‘আই ট্রাস্ট ইউ ব্যাটা’। খবর জিনিউজের।

একজন সাধারণ দর্শনার্থী হিসেবেই জেলে প্রবেশ করেন শাহরুখ। ছেলের সঙ্গে দেখা করার জন্য বিশেষ কোনো সুবিধা দেয়া হয়নি তাকে। অন্যান্য কয়েদিদের পরিজনের মতোই আরিয়ানের সঙ্গে দেখা করেছেন এ অভিনেতা।