The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১

বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে স্ত্রীসহ পড়ে গেলেন বর (ভিডিও)

বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে স্ত্রীসহ পড়ে গেলেন বর (ভিডিও)

বিয়ের অনুষ্ঠানে অনেক আয়োজনই চলে। অনেকে অনেকভাবে সাজিয়ে নেন নিজেদের বিয়ের আয়োজনকে। আর এসব অনুষ্ঠানের মধ্যেও যে ঘটে যেতে পারে কোনো অঘটন, এটিও অস্বাভাবিক নয়। এমনই এক অঘটনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, নব বর-বউ তাদের বিয়ের দিনে নাচতে গিয়ে পড়লেন একেবারে হুমড়ি খেয়ে। আর তাও আবার জমজমাট অতিথিদের সবার সামনেই।

সেখানে নবদম্পতিকে পড়ে যেতে দেখে প্রত্যেকেই চমকে ওঠেন।  কিন্তু এ বিষয়টিকে মানিয়ে নিয়ে আবার হাসতে হাসতেই উঠে দাঁড়ান সেই দম্পতি। আবার উঠে দাঁড়িয়ে বললেনও যে, ‘ফলিং ইন লভ’ অর্থাৎ প্রেমে পড়া যেন একেই বলে!

এ ঘটনাটিতে নেটিজেনরা অনেকে আবার মজা করে বলেছেন, পাত্রীর শরীরের ভার সামলাতে না পেরে পড়ে গেছেন পাত্র। তবে বিয়ের দিনের এমন ঘটনা পাত্র-পাত্রীর চিরকাল মনে থাকার মতো বলেও মন্তব্য করেন অনেকে।

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করা এ ভিডিওটিতে পড়েছে লাইক-কমেন্টের বাহার। ৫ লাখেরও বেশি দেখা হয়েছে ভিডিওটি।

সূত্র: ইন্ডিয়া ডটকম