The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা সোমবার, ১৮ অক্টোবর ২০২১

কুষ্টিয়ায় করোনা ওয়ার্ডে আরও ১৮ জনের মৃত্যু

কুষ্টিয়ায় করোনা ওয়ার্ডে আরও ১৮ জনের মৃত্যু

কুষ্টিয়ায় আগের তুলনায় করোনায় শনাক্তের সংখ্যা কমলেও কমছে না মৃত্যু। গত ২৪ ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১৪ ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। রোববার (০১ আগস্ট) সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (০১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়েছে।

এছাড়াও ২৪ ঘণ্টায় আরও ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার গতদিনের চেয়ে বেড়ে ৩৪ শতাংশ হয়েছে। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৮ জন।

তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানিয়েছেন, কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালের ২০০ বেডে করোনা ও উপসর্গ নিয়ে এখন ভর্তি আছে ২৪৩ জন। তাদের মধ্যে করোনা শনাক্ত রোগী ১৯১ জন। বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৭২ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ২১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত হয়ে ৫৬৭ জনের মৃত্যু হয়েছে।