The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১

২৪ ঘণ্টায় শুধু ঢাকায়ই শনাক্ত ৭৬৬০ জন

২৪ ঘণ্টায় শুধু ঢাকায়ই শনাক্ত ৭৬৬০ জন
ফাইল ছবি

করোনাভাইরাসে দেশে একদিনে আরও ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট ২১ হাজার ১৬২ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৯৮৯ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনা সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে রাজধানী ঢাকায়  গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৬০ জন, যা কিনা ৮ বিভাগের মধ্যে সর্বোচ্চ। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪৮ জনের মধ্যে মৃত্যুও সবচেয়ে বেশি হয়েছে এ বিভাগেই। ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৬ জন। অন্য বিভাগগুলোর মধ্যে করোনা  রোগী শনাক্ত হয়েছেন  ময়মনসিংহ বিভাগে ৬৯১ জন, চট্টগ্রাম বিভাগে তিন হাজার ৩১৫ জন, রাজশাহী বিভাগে ৭২৪ জন, রংপুর বিভাগে ৫৭৫ জন, খুলনা বিভাগে এক হাজার ৩৭৩ জন, বরিশাল বিভাগে ৭৯৮ জন এবং সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৮৫৩ জন।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ৭৬ জন,  চট্টগ্রাম বিভাগের ৬৪ জন, রাজশাহী বিভাগের ২২ জন, খুলনা বিভাগের ৩০ জন, বরিশাল বিভাগের ১৬ জন, সিলেট বিভাগের ১৪ জন, রংপুর বিভাগের ১৪ জন এবং ময়মনসিংহ বিভাগের আছেন ১০ জন।