The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১

বৃন্দাবন দাসকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস খুশির

বৃন্দাবন দাসকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস খুশির
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী নাট্যাভিনেতা, নাট্যরচয়িতা, নাট্যপরিচালক এবং পাবনার কৃতীসন্তান বৃন্দাবন দাস। পর্দায় তার গল্প আর অভিনয়ের শক্তিমত্তা প্রকাশ পেলেও ব্যক্তিজীবনে তিনি থাকতে চান একেবারেই পর্দার আড়ালে।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী নাট্যকার বৃন্দাবন দাসকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি। 

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় তিনি জানান, তার স্বামী (বৃন্দাবন) পত্রিকা, টেলিভিশন সাক্ষাৎকার থেকে অনেক দূরে থাকে। নিজের ভেতরে আবাস গড়ে বসবাস করা সেই মানুষের আজ অনেকগুলো নিউজ প্রকাশ হয়েছে। 

স্বামীকে উদ্দেশ্য করে খুশি বলেন, কিছু মানুষ জন্মায়, শুধু দেওয়ার জন্য। প্রচার মিডিয়ার প্রতি তার এ আত্ম-অভিমান, সুতীক্ষ্ণ অভিযোগ কেবল আমি জানি।

যৌথ জীবনের ২৬ বছর পাড়ি দিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি ও নাট্যকার বৃন্দাবন দাস। দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি, দুই ছেলেকে নিয়ে খুশি ও বৃন্দাবনের সুখের সংসার।